আফগানিস্তানে বন্যায় নিহত বেড়ে ৭৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৬, ২০২০

আফগানিস্তানে বন্যায় নিহত বেড়ে ৭৩

সময় সংবাদ ডেস্ক//
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া বিধ্বস্ত হয়েছে শতাধিক বাড়িঘর।

বুধবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা জিনহুয়া এ তথ্য জানিয়েছে।

আফগান বিপর্যয় মোকাবিলা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি জানান, পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী পারওয়ান প্রদেশে বুধবার ভোররাতে বন্যার পানি প্রবেশ করে। পানির তীব্র স্রোতে ঘুমন্ত নারী, পুরুষ ও শিশুরা ভেসে যায় এবং বিধ্বস্ত হয় ৩০০ বাড়ি। উদ্ধারকারী দল এ পর্যন্ত ৭৩ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া আহত হয়েছে অন্তত ৯০ জন।

এদিকে, আফগানিস্তানের আরো আটটি প্রদেশে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। দেশটির মাইদান ও ওয়ারদাক প্রদেশে দুজন এবং নানগরহার প্রদেশে আরো দু’জনের মৃত্যু হয়েছে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির মুখপাত্র এক টুইটে জানিয়েছেন, বন্যাদুর্গতের মাঝে দ্রুত ত্রাণ বিতরণের নির্দেশ দিয়েছে প্রেসিডেন্টের দফতর। বন্যায় বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


Post Top Ad

Responsive Ads Here