ফ্রান্সের প্রেসিডেন্ট ছুটে এলেন, সময় পেলেন না লেবাননের প্রেসিডেন্ট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ০৭, ২০২০

ফ্রান্সের প্রেসিডেন্ট ছুটে এলেন, সময় পেলেন না লেবাননের প্রেসিডেন্ট

সময় সংবাদ ডেস্ক//
বৈরুতে শক্তিশালী বিস্ফোরণের উদ্ভূত পরিস্থিতিতে লেবানন সফরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ওই বিস্ফোরণ ঘটার পর বিদেশি নেতাদের মধ্যে ম্যাক্রোই প্রথম বৈরুতে পৌঁছেছেন। খবর রয়টার্স।

বৃহস্পতিবার বৈরুতে পৌঁছে বিস্ফোরণস্থলসহ সেখানে ধ্বংস হয়ে যাওয়া রাস্তাঘাট ঘুরে দেখেন ফরাসী প্রেসিডেন্ট।

এদিকে, বন্দরের একটি গুদামে হাজার হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট নিরাপদে না রাখার কারণেই ওই মর্মান্তিক বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বৈরুতের রাস্তা পরিদর্শনের সময় স্থানীয় অধিবাসীরা দেশের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। তিনি সাহায্যের আশ্বাস দেয়ার পরই এক বৈরুতবাসী বলেছেন, আশা করি এই সাহায্য লেবাননের জনগণ পাবে, দুর্নীতিগ্রস্ত নেতাদের হাতে যাবে না।

আরেকজন বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট সময় করে আমাদেরকে দেখতে আসতে পেরেছেন, অথচ লেবাননের প্রেসিডেন্ট সময় পাননি।

বৈরুতবাসীর উদ্দেশে ম্যাক্রো বলেন, আপনাদের চেহারায় আবেগ, দুঃখ, যন্ত্রণার ছাপ দেখতে পাচ্ছি। সে কারণেই আমি এখানে। এছাড়া, আন্তর্জাতিক সাহায্য দুর্নীতিবাজদের হাতে যেতে দেয়া হবে না।

এ সময় লেবাননের জন্য আন্তর্জাতিক জরুরি সাহায্যের আহ্বান জানান ম্যাক্রো। একই সঙ্গে লেবাননের সরকারকে অর্থনৈতিক সংস্কার ও দুর্নীতি দমনের পরামর্শ দেন তিনি।

এ ব্যাপারে তিনি বলেন, সংস্কার না হলে লেবানন ডুবতেই থাকবে। এখানে দরকার রাজনৈতিক পরিবর্তন। এই বিস্ফোরণের মধ্য দিয়ে লেবাননের নতুন যুগ শুরু হওয়া উচিত।

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে বৈরুতের বন্দর এলাকায় বিস্ফোরণে পুরো বৈরুত শহর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। ওই বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র। এছাড়া, বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে অন্তত পাঁচ হাজার মানুষ।


Post Top Ad

Responsive Ads Here