মেহের আমজাদ,মেহেরপুর//
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে মুজিবনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স প্রাঙ্গণে বেশ কিছু গাছের চারা রোপন করা হয়। মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা উসমান গনি উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির সুচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু সহ উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।

