গাংনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসায়ী জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২০

গাংনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসায়ী জরিমানা

মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাংনী বাজারে দুই ব্যবসায়ীর নিকট থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী বাজারের সেতু ফার্মেসী ও সেতু হার্ডওয়ারের দোকানে ভোক্তা অধিকার আইনে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহম্মেদ। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়,গাংনীর সেতু ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ফার্মেসীর মালিক বাবুল হাসানকে ১০ হাজার টাকা এবং পার্শ্ববর্তী সেতু হার্ডওয়ার এন্ড ইলেক্ট্রনিক্স দোকানে যত্রতত্র গ্যাস সিলিন্ডার রাখা ও গ্যাস সিলিন্ডারের মুল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে সেতু হার্ডওয়ারের মালিক আব্দুস সালামকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় জেলা স্যানিটারী ইন্সেপেক্টর আব্দুস সালাম ও গাংনী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

Post Top Ad

Responsive Ads Here