সাহেদকে সাতক্ষীরা থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ০৭, ২০২০

সাহেদকে সাতক্ষীরা থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর


সময় সংবাদ ডেস্ক//
করোনা টেস্ট জালিয়াতি ও প্রতারণা মামলার প্রধান আসামি মো. সাহেদ করিমকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে তাকে পুলিশি নিরাপত্তায় তার স্থানান্তর কার্যক্রম শুরু করা হয়। 

বুধবার সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র আইনে মামলায় ১০ দিনের রিমান্ড শেষে সাহেদ করিমকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়। সাতক্ষীরা কারাগারারের ডেপুটি জেলার রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ জুলাই বুধবার রাত ১০ টা ৪৫ মিনিটে র‌্যাব-৬ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় সাহেদ করিম ও তাকে পালানোর সহায়তাকারী নৌকার মাঝি বাচ্চুসহ তিনজনের বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইন ও ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৬ জুলাই আদালতের কাছে এ মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ এর এসআই রেজাউল করিম ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরদিন ২৭ জুলাই তাকে ঢাকা থেকে খুলনা র‌্যাব-৬ এর কার্যালয়ে আনা হয়। এরপর ৩০ জুলাই পুনরায় আনা হয় শাখরা কোমরপুর লাবণ্যবতী নদীর বিজ্রের ওপর। সেখানে তাকে নিয়ে র‌্যাব সদস্যরা কিছুক্ষণ থাকার পর আবারো খুলনা র‌্যাব-৬ কার্যালয়ে নিয়ে যান।


Post Top Ad

Responsive Ads Here