ফরিদপুরে বন্যা কবলিত চরাঞ্চলের ৩৪৮ পরিবারের মাঝে ত্রান পৌঁছে দিলো কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা স্বাধীন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১১, ২০২০

ফরিদপুরে বন্যা কবলিত চরাঞ্চলের ৩৪৮ পরিবারের মাঝে ত্রান পৌঁছে দিলো কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা স্বাধীন

 

 

 ফরিদপুর প্রতিনিধি :

 "যতদিন বন্যা, ততদিন বানভাসিদের মাঝে" এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায়  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মদিন উপলক্ষে  ফরিদপুরে ত্রান বিতরন করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন মোঃ শাহেদের উপস্থিতিতে ট্রলার যোগে  বানভাসিদের মাঝে গিয়ে এই সহযোগিতা করা হয়।


বন্যা কবলিত ডিগ্রির চর ইউনিয়ন এর ৩ টি চরাঞ্চলের ৩৪৮ পরিবারের মাঝে বন্যার্তদের  মাঝে ত্রান পৌঁছে দেয়া হয়েছে। ত্রান সামগ্রির মধ্যে ছিল রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানি।


বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ বলেন "বঙ্গমাতার জন্মদিনে বন্যার্তদের পাশে থাকতে পেরে আমরা ধন্য। বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আল নাহিয়ান খান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্যের নির্দেশনায় যতদিন ফরিদপুরে বন্যা থাকবে, আমরা ততদিনই বন্যার্তদের পাশে আছি"। শোকাবহ আগস্ট এর গাম্ভীর্য রক্ষায় কোন আনুষ্ঠানিকতা ছিলনা বলে তিনি জানান। 

খাবার বিতরনে সহযোগিতা করেন "সাজিদ-সোবহান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন"। তিনি এজন্য ফাউন্ডেশনটির কর্ণধার ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Post Top Ad

Responsive Ads Here