জিন ছাড়াতে রাতভর স্কুলছাত্রীকে ধর্ষণ করলো কবিরাজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২০

জিন ছাড়াতে রাতভর স্কুলছাত্রীকে ধর্ষণ করলো কবিরাজ

সময় সংবাদ ডেস্ক//
বরিশালে জিনের আছর ছাড়াতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত কবিরাজ শংকর দেবনাথকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে নগরীর বাজার রোডে কবিরাজ শংকর দেবনাথের আস্তানায় এই ধর্ষণের ঘটনা ঘটে। শংকর দেবনাথের বাড়ি বানারীপাড়ায় হলেও সে নগরীর বাজার রোডে তার মেয়ের বাসায় আস্তানা করে। 

নির্যাতিত ওই ছাত্রী ঢাকার জিঞ্জিরার পীর মোহাম্মদ পাইলট স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। কিছুদিন আগে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর ওই শিক্ষার্থীর মা কবিরাজ শংকর দেবনাথের সঙ্গে যোগাযোগ করেন। শিক্ষার্থীকে জিনের ধরেছে বলে তাকে চিকিৎসার জন্য বরিশাল নিয়ে আসতে বলে সে। বরিশালে এসে মেয়েকে নিয়ে কবিরাজ শংকর দেবনাথের কাছে যায় তার মা। এ সময় মেয়েটিকে জিনের ধরেছে জানিয়ে কবিরাজ ওই মেয়েটিকে তার বাসায় রেখে যেতে বলে। সোমবার রাতে চিকিৎসার নামে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে কবিরাজ শংকর দেবনাথ।

পরদিন মঙ্গলবার সকালে মেয়ের খোঁজ নিতে শংকর দেবনাথের আস্তানায় যায় তার মা। এ সময় আগের রাতে তাকে ধর্ষণের কথা মা’কে জানায় ওই শিক্ষার্থী। এরপর তার মা কোতয়ালী থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক ওই আস্তানায় অভিযান চালিয়ে কথিত কবিরাজ শংকর দেবনাথকে গ্রেফতার করে। ধর্ষণ রোধে অভিযুক্ত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বরিশালের সুশীল সমাজের প্রতিনিধিরা।

কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, নির্যাতিতা শিক্ষার্থীকে শের-ই বাংলা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তির পাশাপাশি অভিযুক্ত ধর্ষক শংকরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here