বখাটেদের ‘পায়ে ধরে-কেঁদে-ভাই ডেকেও’ রেহাই পাননি তরুণী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২০

বখাটেদের ‘পায়ে ধরে-কেঁদে-ভাই ডেকেও’ রেহাই পাননি তরুণী


সময় সংবাদ ডেস্ক//

ব্রাহ্মণবাড়িয়া শহরে কাশবনে ঘুরতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক তরুণী। ওই সময় বখাটেদের কান্নাজড়িত কণ্ঠে পায়ে ধরে, ভাই ডেকেও রেহাই পাননি তিনি। আর এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে জড়িতদের ধরতে তৎপরতা শুরু করেছে পুলিশ।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রিক ফেসবুকভিত্তিক গ্রুপে তরুণীকে শ্লীলতাহানির ওই ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টের পরই মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কালো বোরকা পরা এক তরুণী শহরের পুনিয়াউট এলাকার কাশবনে ঘুরতে এসে স্থানীয় তিন থেকে চার বখাটের কবলে পড়েন। ওই তরুণীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা নিয়ে যায় তারা। উত্ত্যক্ত থেকে বাঁচতে বখাটেদের পায়ে ধরেন। কান্নাজড়িত কণ্ঠে বড় ভাই ডেকে মিনতিও করেন ওই তরুণী।

ভিডিওতে আরো দেখা যায়, বখাটেরা বোরকা খোলার চেষ্টা করে। একইসঙ্গে তরুণীর শ্লীলতাহানি করে। ফেসবুক পোস্টে বখাটেদের একজন রহিম বলে জানানো হয়। তিনি শহরের ছয়বাড়িয়া এলাকার ধন মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার অ্যাডিশনাল এসপি (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বলেন, তরুণীকে শ্লীলতাহানির ঘটনার খবর পেয়ে বখাটেদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।


Post Top Ad

Responsive Ads Here