সময় সংবাদ ডেস্ক//
বগুড়ায় হাসপাতাল থকেে রোববার বকিলেে শশিু চুররি সময় ফাতমো তুজ জহুরা ওরফে শাওন নামে এক নারীকে আটক করছেে পুলশি। বগুড়া শহদি জয়িাউর রহমান মডেকিলে কলজে হাসপাতালরে গাইনি ওর্য়াড থকেে তাকে আটক করা হয়। আটক শাওন বগুড়া শহররে চক ফরদি কলোনরি মোহাম্মদ আলীর স্ত্রী।
জয়পুরহাট জলোর পাঁচববিি উপজলোর খাদজিা নামে এক নারী বগুড়া শহদি জয়িাউর রহমান মডেকিলে কলজে হাসপাতালরে গাইনি ওর্য়াডে শনবিার র্ভতি হন। ওই রাতইে খাদজিা একটি কন্যা সন্তান জন্ম দনে।
রোববার সকালে প্রসূতি নারী অসুস্থ হয়ে পড়লে তাকে আইসসিইিউতে স্থানান্তর করা হয়। গাইনি ওর্য়াডরে বডেে পরবিাররে লোকজন শশিুটকিে দখো শোনা করছলিনে। দুপুররে দকিে বোরকা পরহিতিা ফাতমো নামে এক নারী বডেরে আশপাশে ঘোরা ফরো করতে থাক।ে একর্পযায় তনিি শশিুটকিে কোলে নয়িে পালানোর সুযোগ খুঁজছলিনে। অপরচিতি নারীর কোলে শশিুটকিে দখেে পরবিাররে সদস্যরা তাকে জজ্ঞিাসাবাদ করলে তনিি অসংলগ্ন কথার্বাতা বলনে। এতে তাদরে সন্দহে হলে পুলশিে খবর দয়ো হয়। পরে পুলশি তাকে আটক করে থানায় নয়িে যায়।
বগুড়া শহদি জয়িাউর রহমান মডেকিলে কলজে (ছলিমিপুর) পুলশি ফাঁড়রি এসআই আজজি মন্ডল জানান, আটক নারীর আচরণ সন্দহেজনক। তনিি হাসপাতালে কনে এসছেনে সে বষিয়ওে কোনো সদুত্তর দতিে পারনেন।ি এ ব্যাপারে বগুড়া সদর থানায় একটি মামলা হয়ছে।