১১ বছরের শিশু ব্যাংক থেকে ২০ লাখ টাকা লুট করলো ৩৬ সেকেন্ডে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২০

১১ বছরের শিশু ব্যাংক থেকে ২০ লাখ টাকা লুট করলো ৩৬ সেকেন্ডে


সময় সংবাদ ডেস্ক//

কে লুট হয়েছে ২০ লাখ টাকা। অনলাইন হ্যাক করে কিন্তু নয়, বাস্তবেই এ টাকা লুট হয়েছে। আর সিসিটিভি ফুটেজের ভিডিওতে সেই টাকা লুটের রহস্য ফাঁস হয়েছে। মাত্র ১১ বছরের কিশোর সেই টাকা লুট করেছে।


সম্প্রতি ভারতের হরিয়ানার ঝিন্দের পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকে খুদে ডাকাতের কীর্তি দেখে হতবাক স্বয়ং কর্মকর্তা ও কর্মচারীরা।


ব্যাংক ম্যানেজার জানান, ঘটনার দিন দুপুরে বাথরুমে যাওয়ার জন্য ক্যাশ বাক্স ছেড়ে কেবিন থেকে বের হন ক্যারিয়ার। কয়েক মিনিটের বিষয় ভেবে কেবিনের দরজা লক করেননি তিনি। আর এ সুযোগে ২০ লাখ টাকা হাতিয়ে দেয় খুদে ব্যাংক ডাকাত।


সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, আগে থেকেই ব্যাংকে ঢুকে অপেক্ষা করছিল সেই ১১ বছরের কিশোর ডাকাত। ক্যাশিয়ার ক্যাশ থেকে বের হতেই কেবিনে ঢুকে ২০ লাখ টাকা নিজের ব্যাগে ভরে পালিয়ে যায় এ কিশোর।


স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, সকলের চোখ এড়িয়ে মাত্র ৩৬ সেকেন্ডে টাকা লুট করে কিশোর। সারাদিন টাকা লুটের বিষয় টের পায়নি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। দিনশেষে হিসাব মিলাতে গিয়েই বিষয়টি ধরা পড়ে। পরে সিসিটিভি ফুটেজে সব কুকীর্তি ধরা পড়ে। 


তদন্ত কর্মকর্তাদের দাবি, ১১ বছরের কিশোরের কাণ্ড দেখে মনে হচ্ছে, তাকে কেউ প্রশিক্ষ দিয়েছে। তবে ক্যাশিয়ারের গাফিলতির বিষয়টি মনে করছেন তদন্তকারীরা।


Post Top Ad

Responsive Ads Here