শিক্ষার ১৩০ সেবার প্ল্যাটফর্ম যুক্ত হলো অ্যাপে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২০

শিক্ষার ১৩০ সেবার প্ল্যাটফর্ম যুক্ত হলো অ্যাপে



সময় সংবাদ ডেস্ক//

শিক্ষা ক্ষেত্রে সরকারি সেবা স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘সুএড়া’ অ্যাপে ১৩০ সেবার প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়েছে। এর ফলে সরকারের সেবাগুলো জনগণের হাতের মুঠোয় সহজেই পৌঁছে যাবে।


রোববার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইনে যুক্ত হয়ে এ উদ্বোধন করেন। মুজিববর্ষ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এই কার্যক্রম উদ্বোধনের আয়োজন করে। এতে যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 


এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারি সেবাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হয়।


জানা গেছে, ‘সুএড়া’ অ্যপের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফরের সব ধরনের সেবা পাওয়া যাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফর এই প্লাটফর্মের মাধ্যমে ১৩০ রকমের সেবা দেবে।


অনলাইন এই উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, যদি ই-নথির ব্যবস্থা করা না হত এবং পাঠ্য পুস্তকের ডিজিটাল কনটেন্ট তৈরি করা না হত তাহলে এত সফলভাবে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা করা যেত না। 


শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘প্রযুক্তি ব্যবহারে আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি। বিশেষ করে সেবাদাতার মানসিকতা পরিবর্তন খুব দরকার। সেবাগ্রহীতাকেও জানতে হবে কীভাবে সেবাটি পাওয়া যাবে।’


অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকসহ অন্যরা যুক্ত ছিলেন।


Post Top Ad

Responsive Ads Here