এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত কাল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২০

এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত কাল




সময় সংবাদ ডেস্ক//

এইচএসসি ও সমমান পরীক্ষা কবে আয়োজন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার অনলাইন বৈঠকে বসবে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। বৈঠকে সব শিক্ষাবোর্ড চেয়ারম্যান যুক্ত থাকবেন।


মঙ্গলবার ঢাকা বোর্ড থেকে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার ব্যবস্থাসহ বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হবে। পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সব শিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনার পর একটি প্রস্তাব তৈরি করা হবে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সম্পর্কিত সিদ্ধান্ত মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ, করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে।


গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। গত ২২ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় যা আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here