"মাস্ক পরিধান ছাড়া কেউ পূজা মন্ডপে প্রবেশ করতে পারবেন না" - জেলা প্রশাসক অতুল সরকার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২০

"মাস্ক পরিধান ছাড়া কেউ পূজা মন্ডপে প্রবেশ করতে পারবেন না" - জেলা প্রশাসক অতুল সরকার


 

সঞ্জিব দাস, ফরিদপুর :
ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার বলেছেন, শারদীয় দুর্গোৎসব সার্বজনীন। বিগত দুটি ঈদের সময় আমরা যেভাবে স্বাস্থ্য বিধি মেনে চলেছি, ঠিক সেভাবেই পূজাতেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি বলেন, মাস্ক পরিধান ছাড়া কেউ পূজা মন্ডপ এলাকায় প্রবেশ করতে পারবেন না। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। প্রতিটি মন্ডপে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। 

তিনি মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।  


তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা কমিটির বাইরে প্রত্যেক মন্ডপে আলাদাভাবে কমিটি করতে হবে। আয়োজকদের পক্ষ থেকে এ কমিটি করতে হবে। তারা পালাক্রমে মন্ডপ পাহারা দিবে। 

 
জেলা প্রশাসক বলেন, মাদক ব্যবহাররোধ করতে হবে। কোন মন্দিও এলাকায় পূজা চলাকালীন অবস্থায় কোন ব্যক্তি মাদক গ্রহন করতে পারবে না। এজন্য কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনুমোদিত মদের দোকান দশমী পর্যন্ত বন্ধ রাখতে হবে।  


তিনি আরো বলেন, রাস্তায় নিরাপত্তা টহল জোরদার করা হবে। প্রতিটি মন্ডপে নিজস্বভাবে আলোর ব্যবস্থা রাখতে হবে। পূজা মন্ডপের বিভিন্ন দিক বিবেচনা করে পুরষ্কার প্রদান করা হবে বলে তিনি ঘোষনা করেন। 


সভায় ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়, ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলি, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডলসহ জেলার বিভিন্ন এলাকার পূজা মন্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


এসময় নব গঠিত জেলা পূজা উদযাপন কমিটির সভাপতির নেতৃত্বে জেলা কমিটির নেতারা জেলা প্রশাসক অতুল সরকারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। 

এছাড়া ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ জেলার সকল পূজা মন্দির গুলোর জন্য ১০ লাখ টাকা দেওয়ার ঘোষনা দেন সভায়।




Post Top Ad

Responsive Ads Here