ফরিদপুর পুলিশ প্রিমিয়ার লীগের খেলায় ভাঙ্গা রিজার্ভ একাদশ চ্যাম্পিয়ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৭, ২০২০

ফরিদপুর পুলিশ প্রিমিয়ার লীগের খেলায় ভাঙ্গা রিজার্ভ একাদশ চ্যাম্পিয়ন



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ফরিদপুর পুলিশ শর্টপিস প্রিমিয়ার ক্রিকেট লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভাঙ্গা রিজার্ভ একাদশ। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে পুলিশ লাইন ২ একাদশ।
শনিবার বিকেলে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা ৯ রানে পুলিশ লাইন ২ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
 

নির্ধারিত ১০ ওভারের এ খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ভাঙ্গা রিজার্ভ একাদশ ২ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিহাব ৩৯ রান করে। জবাবে পুলিশ লাইন ২ একাদশ ৪ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে।


খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম সেবা। 


প্রতিযোগিতার ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শাকিল। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন শিহাব। 


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশাসহ ফরিদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন।

Post Top Ad

Responsive Ads Here