ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট এর কর্মকর্তাদের সাথে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মত বিনিময় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৪, ২০২০

ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট এর কর্মকর্তাদের সাথে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মত বিনিময়

 

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট এর কর্মকর্তাদের সাথে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক মোঃ আলিম উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে যোগদেন পানি সম্পদ মন্ত্রাণলয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

মন্ত্রী তার বক্তব্য বলেন, ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট নদী ভাঙ্গন রোধে যেসব মডেল উদ্ভাবন করেছে তা যদি বাস্তবায়িত হয় তাহলে সারা বিশ্বে এটি রোল মডেল হিসেবে স্বীকৃতি পাবে। তিনি বলেন এ ব্যাপারে আপনারা আপনাদের কাজ এগিয়ে নিয়ে যান। সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রাণলয়ের অতিরিক্ত সচিব মোঃ রোকন উদ-দৌলা, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক প্রমূখ।  

পরে মন্ত্রী মধুমতি নদীর ভাঙ্গনের মুখে ক্ষতিগ্রস্থ বীরশ্রেষ্ট মুন্সি আব্দুর রউফ এর বাড়ি যাওয়ার রাস্তা ও ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট এর ভিতর পদ্মা নদীর নড়িয়া পয়েন্টে নদী গবেষনার তৈরিকৃত ভাঙ্গন রোধে স্থায়ী কৃত্তিম ব্যবস্থা ঘুরে দেখেন।


Post Top Ad

Responsive Ads Here