জাতির পিতার সম্মান রক্ষায় ফরিদপুরে বিএডিসি এর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ২৯, ২০২০

জাতির পিতার সম্মান রক্ষায় ফরিদপুরে বিএডিসি এর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

 


ফরিদপুর প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য অবমূল্যায়নের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছে বিএডিসি এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।


মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ফরিদপুর বিএডিসি এর বীজ প্রক্রিয়াজাতকরন ও কেন্দ্রের যুগ্মপরিচালক মোঃ আব্দুস সামাদ খান, ফরিদপুর রিজিয়নের বিএডিসি এর নির্বাহী প্রকৌশলী(ক্ষুদ্র সেচ) মোহাম্মদ মনিরুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান (স্বপন), বিএডিসি শ্রমিক কর্মচারী লীগের যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমূখ। 


এসময় বক্তারা বলেন, জাতির পিতার অবমাননা আমরা কোন ভাবেই মেনে নিতে পারবো না। যারা এর দৃষ্টতা দেখাবে তাদের প্রতিহত করা হবে দেশের সকল মানুষকে সাথে নিয়ে। তারা এসময় দোষিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

Post Top Ad

Responsive Ads Here