
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর-৪ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ভাস্কর্য বিরোধীদের রুখতে সাংস্কৃতিক বিপ্লব গড়ে তোলা হবে।
রবিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কালিনগর ময়রার মাঠে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী গণজমায়েতের এক সমাবেশে এই কথা বলেন ।
তবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রথম সারির নেতারা। অভিযোগ রয়েছে, সভায় সভাপতিত্বকারি ব্যক্তি জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় সে অনুষ্ঠান বর্জন করেছে স্থানীয় আওয়ামী লীগ।
স্থানীয় রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আইন সমিতির সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন; বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, সংস্কৃতিবিষয়ক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারীদের রুখে দিতে প্রয়োজনে যুবলীগের নেতৃত্বে দেশ জুড়ে এক সাংস্কৃতিক বিপ্লব গড়ে তুলবে। যুবলীগ এই বিষয়ে কোনো আপস করবে না।
তিনি বলেন, এই দেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা যাননি। এ বিষয়ে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুল জানান, ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের কোনো নেতা বা সহযোগী সংগঠনের নেতাদের নিমন্ত্রণ করা হয়নি। এ ছাড়া ওই অনুষ্ঠানের যে সভাপতিত্ব করেছেন তিনি জামায়াতের রাজনীতি করেন। আর জামায়াতের নেতার কোনো অনুষ্ঠানে তো আমরা যেতে পারি না।
এদিকে এই সমাবেশ জামাত নেতার সভাপতিত্ব করা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের তুমুল বিতর্ক শুরু হয়েছে।