জামিন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা সত্যজিৎ মুখার্জী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২৩, ২০২০

জামিন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা সত্যজিৎ মুখার্জী

 


ফরিদপুর প্রতিনিধি :
বহু মামলায় দীর্ঘদিন কারাবাসের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পেয়েছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক জিএস এ্যাডঃ সত্যজিৎ মুখার্জী। 


ষড়যন্ত্রের মিথ্যা আবরনে দেয়া ২৪টি মামলায় নানাভাবে কারাগারে আটক ছিলেন তিনি। উচ্চ আদালতের মাধ্যমে জামিনে মঙ্গলবার বেলা ৩টায় ফরিদপুর জেলা কারাগার থেকে তিনি বের হয়ে আসেন। এসময় কারা ফটকের বাহিরে শতাধিক নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলের মালা পড়িয়ে বরন করে নেন। 


এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আ.লীগের ঘারে বসা স্বাধীনতাবিরোধী চক্রের ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম। যতদিন বেঁচে আছি মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে যাবো। 


উল্লেখ্য বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তার বিরুদ্ধে ২৪টি মামলা দেয়া হয়। এরপর কোর্টে হাজিরার দিন তাকে পথে বাধা প্রদান করে আদালতে যেতে দেয়া হয়নি। এরপর সেইসব মামলায় এক তরফাভাবে দেয়া রায়ে নানাভাবে তাকে কারাগারে আটক করে রাখে অপশক্তি বলে জানান তার সমর্থকরা।

Post Top Ad

Responsive Ads Here