ফরিদপুর নব গঠিত শেখ জামাল ক্লাবের দায়িত্ব নিলেন ড. যশোদা জীবন দেবনাথ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারী ২২, ২০২১

ফরিদপুর নব গঠিত শেখ জামাল ক্লাবের দায়িত্ব নিলেন ড. যশোদা জীবন দেবনাথ



ফরিদপুর প্রতিনিধি :  
ফরিদপুর শেখ জামাল ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বেঙ্গল ব্যাংকের পরিচালক, টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি)। গত বৃহস্পতিবার নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি পাশ করেন। নব গঠিত ২০২১-২০২৪ সালের জন্য গঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন বিল্লাল হোসেন, মেয়র অমিতাভ বোস, মোঃ খায়ের মিয়া ও বিশ্বজিৎ সাহা তনু।  


শেখ জামাল নামে নতুন ক্লাব হিসেবে ড. যশোদা জীবন দেবনাথ এর হাত ধরে ক্লাবটির যাত্রা শুরু করলো। ক্লাবটির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক দীপক মুজমদার। 


কøাবের সহ সভাপতি হিসেবে রয়েছেন শামচুল আলম চৌধুরী, স্বপন দে, মোঃ এনায়েত হোসেন মুন্সী, হাবিব চৌধুরী, শেখ আলম, গাজী শোয়েবুর রহমান, সঞ্জিব দাস, মহসিন শরীফ। 


যুগ্ম সম্পাদক হিসেবে জাহাঙ্গীর শাহ। সাংগঠনিক সম্পাদক হিসেবে বিধান চন্দ্র সাহা, কোষাধ্যক্ষ মানোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক প্রনব কুমার মূখার্জী, প্রচার ও মিডিয়া কমিউনিকেশন কে এম সেলিম, ত্রাণ সম্পাদক শামছুল বারী সানু, আইন সম্পাদক মোঃ সাইদুল আলম আরজু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুবির সরকার, দপ্তর সম্পাদক শায়েদিদ গামাল লিপু, মিলনায়তন সম্পাদক মোঃ চন্নু মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মুরাদ হোসেন, পাঠাগার সম্পাদক মোঃ সেলিম হাসান, নাট্য সম্পাদক মতিউর রহমান শামীম। কমিটিতে বাকি ২৬জন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।  

Post Top Ad

Responsive Ads Here