বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির নতুন কমিটি গঠন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ০৩, ২০২১

বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির নতুন কমিটি গঠন



ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় ঢাকার রমনাস্থ ইউরো এশিয়ানো রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুক হোসেন এবং পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোঃ চুন্নু মিয়া। 


নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদকে পরবর্তীতে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনে দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনে সারাদেশের জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। করোনাকালীন সময়ের কারনে এবার জাঁকজমকপূর্ন কোন অনুষ্ঠানের আয়োজন করা থেকে বিরত থাকা হয়।

 
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুন্সিগঞ্জ জেলা পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ আকরাম হোসেন।
 

ফরিদপুর জেলা পরিষদের পক্ষ থেকে পুনরায় সাধারন সম্পাদক হওয়ায় মোঃ চুন্নু মিয়াকে অভিনন্দন জানানো হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here