নগরকান্দা থানার ওসির বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ০২, ২০২১

নগরকান্দা থানার ওসির বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ সোহেল রানার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে নগরকান্দা উপজেলাবাসী।

শনিবার সকালে নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন তারা।

ওসি সোহেল রানা নগরকান্দা থানায় যোগ দেওয়ার পর থেকেই বদলে যেতে থাকে থানার আইনশৃঙ্খলা ব্যবস্থা। মাদক, চুরি, ছিনতাই, দালালি ও নারী নির্যাতন বন্ধ সহ নানা অপকর্ম কমতে শুরু করে। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন।


সোহলে রানা বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে অংশ গ্রহণের মাধ্যমে "মানবতার ফেরিওয়ালা" হিসেবে এলাকাবাসীর কাছে বেশ পরিচিতি লাভ করেন। তিনি কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় একাধিক বার বিভিন্ন সম্মাননা পদক লাভ করেন।

হটাৎ করেই তার বদলির খবরে এলাকার সকল শ্রেণী পেশার মানুষের মাঝে এক ধরনের শোকের ছায়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে তাই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এলাকাবাসী তার বদলির আদেশ প্রত্যাহারের দাবী জানান।

Post Top Ad

Responsive Ads Here