ফরিদপুরে যাত্রা শুরু হলো জয়যাত্রা ফাউন্ডেশনের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ০২, ২০২১

ফরিদপুরে যাত্রা শুরু হলো জয়যাত্রা ফাউন্ডেশনের



ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করলো জয়যাত্রা ফাউন্ডেশন ২০২১ এর। শুক্রবার বিকেল ৫টায় উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের চাদঁপুর হাটে এ উপলক্ষে এক আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়। 


এতে নুরুল আমিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুস সোহবান মোল্যা, থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল ঘোষ, বিল্লাল মাহমুদ, আনোয়ার হোসেন খান, লিয়াকত হোসেন, রবীন্দ নাথ সরকার, লেলিন চৌধুরী, রতন ভৌমিক, মাধব সাহা, মোঃ লিটন, হিটলার সেক, ছামাদ সেক প্রমূখ।


বক্তরা বলেন, এই জয়যাত্রা ফাউন্ডেশনের কাজ হবে সমাজ বির্নিমানে উন্নয়ন মূলক ভালো ভালো কাজ করা। সমাজ থেকে মাদকসহ যত খারাপ অসঙ্গতি রয়েছে তাহা দূরীকরনে এলাকায় ভূমিকা পালন করা। এছাড়া সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানো। গরীব শিক্ষার্থীদের পড়াশুনার ব্যাপারে সাহায্য সগযোগিতা করা।   


সভা শেষে নুরুল আমিনকে আহবায়ক করে ২১  জনের আহবায়ক কমিটি গঠিত হয়।

Post Top Ad

Responsive Ads Here