ফরিদপুরে পাচঁশত বোতল ফেন্সিডিলসহ দুইজন আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ১৯, ২০২১

ফরিদপুরে পাচঁশত বোতল ফেন্সিডিলসহ দুইজন আটক



সঞ্জিব দাস, ফরিদপুর :
ফরিদপুরের সদর উপজেলার গোয়ালকান্দি গ্রামের ইমন পাট্্রাদারের বাড়ি থেকে দুটি বস্তায় থাকা পাচঁশত ফেন্সিডিল সহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ওই এলাকার আছমত পাট্রাদার এর পুত্র ইমন পাট্রাদার ও  শেখ আমির হোসেন এর পুত্র ইমরান শেখ। 


এবিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ সুনীল কুমার কর্মকার জানান, জেলা শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে এসআই শাহীনুর রহমান ডিউটি পালন কালে গোপন খবর পাই সদর উপজেলার গোয়ালকান্দি গ্রামের ইমন পাট্্রাদারের বাড়িতে মাদক বিক্রির জন্য মাদক ব্যাবসায়ীরা অবস্থান করছে। এরপর সেখানে গিয়ে ইমন পাট্্রাদারকে আটক করলে তার কথা মতো তার বাড়ির পাশ থেকে দুটি বস্তায় থাকা পাচঁশত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই কাজে এসময় তার সহযোগি ইমরান শেখকে আটক করা হয় বলেও তিনি জানান। 


এদিকে এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here