বেলকুচিতে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তারা বানু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১৮, ২০২১

বেলকুচিতে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তারা বানু




উজ্জ্বল অধিকারী,  সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

 ২ বছর আগে স্বামীকে হারান। অনেক কষ্টেই তিন মেয়েকে বড় করেছেন। অনেক কষ্টে তিন মেয়েকে  বিয়ে দিয়েছেন। তবে দারিদ্র্য পিছু ছাড়েনি তারা বানুর। অন্যের বাড়িতে কোন রকম কাজ করে দিন চল ছিল তার। ১ বছর আগে অসুস্থ হয়ে পরেন কোন রকম টাকা জোগাড় করে ডাক্তারের কাছে গেলেও টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না তারা বানু। চিকিৎসা অনুযায়ী তিনি কঠিন রোগে ভূগছেন। পেটের মধ্যে ঘাঁ হয়েছে। পেটে অনেক জ্বালাপড়া করে। টাকার অভাবে ঠিকমত চিকিৎসা ও ঔষধ কিনতে পারছেন না তারা বানু (৫৮)। তিনি বর্তমানে সরকারি একটা জাইগায় ঘর তুলে সেখানে বসবাস করছেন। বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের ক্ষিদ্রমাটিয়া দক্ষিণ পাড়া (সোহাগপুর গরুর হাট সংলগ্ন) এলাকাতে থাকেন।



এলাকাবাসী জানান, গত ২ বছর আগে স্বামী আব্দুল হাই মারা জান। তিন মেয়ের মধ্যে বাকি এক মেয়েকে নিজেই বিয়ে দেন। হঠাৎ করে মেঝো মেয়ে মারা যান। ৫ বছরের এক নাতনীকে নিয়ে অন্যনের বাড়িতে কাজ করে কোন রকম  দিন পাত চলে। এ ছাড়া সরকারি তরফ থেকে বিধবা ভাতা টাকা দিয়ে কোন রকম চলে সংসার। গত দু মাস ধরে তারা বানু পেটের ব্যথায় ভুগছেন। তিনি বিছানা থেকে উঠতে পারে না। বড় মেয়ে বর্তমানে দেখাশোনা করছেন। তবে টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পারছে না। 


শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, টিনের ঘরের মেঝেতে শুয়ে আছেন তারা বানু। তাঁর বড় মেয়ে ও নাতনি পাশে বসে আছেন। কোনো কিছু জিজ্ঞাসা করলে তিনি কেবল মাথা নাড়েন। তারা বানুর বড় মেয়ে বলেন, আমার মাকে আমিই দেখাশেনা করছি। আমার স্বামী অটোরিকশা চালায় করোনার মধ্যে কোন কাজ কাম তেমন নেই। আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো না। অনেক কষ্ট করে কিছু টাকা গুছিয়ে এনায়েতপুর হাসপালে গিয়ে ডাক্তার দেখিয়েছি। ১৫ দিন পর আবার যেতে বলেছে। ঔষধু ঠিক মত খাওয়াতে পারছি না টাকার অভাবে। প্রতিদিন ৩শত টাকার ঔষুধ লাগে। তিনি আরো বলেন, প্রতিদিন আমার স্বামী ৩/৪ শো টাকা কামাই করে। খাবার টাকা জোগার করা কষ্ট হয়। একদিন খাইয়া আর একদিন না খাইয়া মার ঔষুধ কিনছি।


টাকার অভাবে তাঁর পরিবার  চিকিৎসা করাতে পারছে  না। তাকে সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করুন তারা বানু  এর মোবাইল নাম্বরে (০১৯১৬৬৫২১৬৭) ও আর্থিক সাহায্যের জন্য টাকা পাঠাতে পারেন তারা বানুর  বড় মেয়ের জামাই শহিদুল ইসলাম এর নাম্বরে  ০১৯৩২৭৪৪০৩৪ (বিকাশ) প্যারসোনাল । এ ব্যাপারে যোগাযোগ করতে পারেন সাংবাদিক সবুজ সরকারের এর সঙ্গে  মোবাইল নাম্বর  ০১৬৪২৮১৩২৭৫।

Post Top Ad

Responsive Ads Here