দোয়ারাবাজার পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৪ জুয়ারি আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১৮, ২০২১

দোয়ারাবাজার পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৪ জুয়ারি আটক

 


হারুন-অর-রশিদ, দোয়ারাবাজার  (প্রতিনিধি): 

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশে বিশেষ অভিযানে শনিবার গভীর রাতে জুয়ার আসর থেকে ৪ জুয়ারিকে আটক করা হয়। 

স্থানীয় ও মামলা বিবরণীতে জানা যায় দীর্ঘদিন যাবত উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামে স্থানীয় জুয়ারিরা জুয়ার আসর বসিয়ে লাখ লাখ টাকা কামিয়ে আসছে। এই আসরে বিভিন্ন গ্রামের জুয়ারিরা প্রতিদিন খেলায় অংশ নেওয়ার খবর ও রয়েছে।


গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে  দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাজির আলম এর দিকনির্দেশনায় এসআই অরুপ বিশ্বাসের নেতৃত্বে এএসআই মােঃ কামাল হােসেনের সহযোগিতায় পুলিশের একটি দল রাঙ্গাউটি গ্রামের সাহেব আলীর টিনসেট আধাপাকা বসতঘরের দক্ষিন পাশের রুমে জুয়া খেলা অবস্থায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জনকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। আটককৃতরা হলেন,  উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের মৃত তাহির আলীর ছেলে মােঃ আহমদ আলী (৪৫), কুশিউড়া গ্রামের গেদু মিয়ার পুত্র মােঃ রফিক মিয়া (৩৩), ছনোগাঁও গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে চান মিয়া (৫৫) ও কিরনপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের  ছেলে মােঃ জামাল মিয়া (৫০)।

 ঘটনা স্থল থেকে উদ্ধার হওয়া মালামাল সমুহ হল, ২বান্ডিল তাস প্রতিটি বান্ডিলে ৫২ টি করে সর্ব মােট তাস ১০৪টি তাস, নগদ ৬২৪০/-(ছয় হাজার দুইশত চল্লিশ) টাকা (যাহার মধ্যে ১০০০ টাকার নােট ০৩টি, মােট ১০০০X৩৩=৩০০০/-(তিন হাজার টাকা), ৫০০ টাকার নােট ৫টি ৫০০X০৫=২৫০০/- (দুই হাজার পাচঁশত) টাকা, ১০০ টাকার নােট ৫টি ১০০X৫=৫০০/- (পাচঁশত) টাকা, ৫০ টাকার নােট ৫০X৩=১৫০/- (একশত পঞ্চাশ) টাকা, ২০ টাকার নােট ২টি ২০X২=৪০/-(চল্লিশ) টাকা, ১০ টাকার নােট ৫ টি ১০X৫=৫০/-(পঞ্চাশ) টাকা ও  একটি রেজিষ্ট্রেশন বিহীন নীল রঙের ১১০ সিসির TVS metro plus মােটর সাইকেল যাহার চেসিস নংMD625CF13H1F48443 এবং ইঞ্জিন নং-e4N8010680 মূল্য অনুমান ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা। 

রবিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এদিকে আরেক আসামি জুয়ার আসরের মালিক ও  তত্বাবধায়ক সাহেব আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ    মুহাম্মদ নাজির আলম বলেন, মাদক সন্ত্রাস ও জুয়া নির্মূল করতে পুলিশের অভিযান অভ্যাহত থাকবে। ৪ জুয়ারিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here