সময় সংবাদ ডেস্কঃ
টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বেড়েছে পদ্মা নদীতে। এতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা পাড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে হুমকির মুখে পড়েছে পাটুরিয়া ফেরিঘাট। এরই মধ্যে বিলীন হয়ে গেছে ফেরিঘাট এলাকার প্রায় দেড়শ গজ।
শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, ভাঙনের কারণে পাটুরিয়া ফেরিঘাটের ১, ৩, ৪ ও ৫ নম্বর পন্টুনের আশপাশের এলাকা পদ্মায় বিলীন হয়ে গেছে। যেকোনো সময় ভাঙনের কবলে পড়তে পারে মূল পন্টুনগুলো। ৩ নম্বর ঘাটের পন্টুন সংস্কার করে এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে। একই অবস্থা লঞ্চঘাটেরও। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
খুলনাগামী যাত্রী বাবু সুখেন রায় বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ দিয়ে প্রতিদিন দক্ষণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষ যাতায়াত করে। ফেরিঘাট ভেঙ্গে গেলে ভোগান্তির শেষ থাকবে না।
একই রুটের বাসচালক ইদ্রিস আলী বলেন, শুধু ফেরিঘাট নয়, বৃষ্টির কারণে ঘাট এলাকায় নির্মিত নতুন রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। খানাখন্দের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ পরিস্থিতি ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়বেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিএ’র এক কর্মকর্তা বলেন, প্রতি বছরই ঘাট এলাকায় ভাঙন দেখা দেয়। নদীর পাড়ে শুধু জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হয়। স্থায়ীভাবে ভাঙন ঠেকানোর জন্য উপর মহলে চিঠি পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।