বিয়ের আশ্বাসে গর্ভপাত অতঃপর অস্বীকার করায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ১১, ২০২১

বিয়ের আশ্বাসে গর্ভপাত অতঃপর অস্বীকার করায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন



 রাজবাড়ী  সংবাদদাতাঃ 

২ বছরের প্রেম। বিয়ের আশ্বাসে অবৈধ মেলামেশার পর গর্ভধারণ করায় গর্ভপাত। এখন বিয়ে করতে অস্বীকার করায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে ২দিনধরে অনশন করছে প্রেমিকা এসএসসি পরীক্ষার্থী।


ওই ছাত্রী জানায়, সে এবারের এসএসসি পরীক্ষার্থী। ২বছর ধরে উপজেলার জামালপুর ইউনিয়নের খালকুলা গ্রামের জালাল শেখ ওরফে জালুর ছেলে মাহফুজ শেখের সাথে প্রেমের সম্পর্ক। এ সম্পর্কের জের ধরে তাকে বিয়ের আশ্বাসে অবৈধ মেলামেশা করে।  এতে অন্তসত্তা হয়ে পড়লে প্রেমিক মাহফুজ জানালে সে বলে নষ্ট করে ফেল পরে আমরা বিয়ে করবো। তার কথামতো তার দেওয়া ঔষধ খেলে পেটের সন্তান নষ্ট হয়ে যায়।


 তারপরও সমস্যা দেখা দিলে বিষয়টি পরিবারকে জানানো হয়। অসুস্থ অবস্থায় মধুখালী একটি ক্লিনিকে নিয়ে আল্ট্রা সনোগ্রাম করে দেখা যায় ভিতরে পচে রয়েছে। পরে সেখান থেকে ফরিদপুর পাঠানো হয় এবং অপারেশনের মাধ্যমে কোন মতে জীবনে রক্ষা পাই। বাড়ী ফিরে তাকে বিয়ের কথা বললে সে বিয়ে করতে অস্বীকার করে। বাধ্য হয়েই আমি বৃহস্পতিবার বিয়ের দাবীতে মাহফুজের বাড়ীতে উঠেছি। আমাকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ও ভয়ভীতি দেখায়। বিয়ে না করা পর্যন্ত এ বাড়ীতে থাকবো।


ওই বাড়ীর মালিক জালাল শেখ ওরফে জালু বলেন, আমি পুত্রবধু হিসেবে মেনে নিয়েছি। এখন আর কি বলবেন।



Post Top Ad

Responsive Ads Here