রাজবাড়ী প্রতিনিধিঃ
মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাজা সহ মোসাঃ সাবিনা খাতুন(৪৪) কে গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ। গ্রেফতার সাবিনা কুষ্টিয়ার সোনাইকুন্ডি গ্রামের সাহাজুল ইসলামের স্ত্রী।
শুক্রবার সকাল আনুমানিক সারে ১১ টার সময় রাজবাড়ী শহরের ১ নং রেইলগেট এলাকা থেকে তার শরীরের বিশেষ কায়দায় বহন করা ২ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন রাজবাড়ী থানা পুলিশের এস আই হিরণ কুমার বিশ্বাস সহ সঙ্গীয় সদস্য। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬০হাজার টাকা। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সুত্রে জানাগেছে, গ্রেফতার সাবিনা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় ও বহনের দায়ে এর আগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কুষ্টিয়া দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়। দৌলতপুর থানার মামলা নং-২৫(০৯)২০১৫ যা আদালতে বিচারাধীন।