জেলা স্বেচ্ছাসেবকলীগের কারামুক্তি দিবস পালন ও মিলাদ মাহফিল আয়োজন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ১১, ২০২১

জেলা স্বেচ্ছাসেবকলীগের কারামুক্তি দিবস পালন ও মিলাদ মাহফিল আয়োজন


 


ফরিদপুর প্রতিনিধি: 


আজ ঐতিহাসিক ১১ জুন জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ফরিদপুর জেলা শাখা এর উদ্যোগে নেতাকর্মীরা যার যার নিজ এলাকার মসজিদে বাদ জুম্মা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা'র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং যার যার ধর্ম অনুযায়ী (বিভিন্ন সময়ে) নিজ এলাকার অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হয়। 


দিবসটি উপলক্ষে আজ বিকাল ৫ঃ০০ টায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মাননীয় নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সীমিত পরিসরে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 


উক্ত সভায় সংগঠনের সভাপতি শওকত আলী জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ রবিন।


এসময়ে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মোঃ ফজলুল করিম, কোতোয়ালি থানা শাখার সভাপতি এ্যাড এমরান হোসেন রিমন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খোকন, শহর শাখার সাধারণ সম্পাদক এ টি এম জামিল তুহিন, সহ সভাপতি এস এম আনোয়ারুল ইসলাম পলাশ। 


উক্ত সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা, থানা ও শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।




Post Top Ad

Responsive Ads Here