পরীমনির ‘স্বামী’ হলেন তারেক আনাম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ১১, ২০২১

পরীমনির ‘স্বামী’ হলেন তারেক আনাম


 

সময় সংবাদ ডেস্কঃ


বর্তমান সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় এবং ব্যস্ত অভিনেত্রী পরীমনি। নিজের মতো করেই কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। পাত্তা দেন না সমালোচনার। মাঝে তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা হরেও সেগুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এগিয়ে চলেছেন। আর এবার নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তারিক আনাম খানকে।

পাঠক শুনে একটু অবাক হচ্ছেন? আসল ঘটনা হচ্ছে পরীকে নিয়ে চয়নিকা চৌধুরী ‘অন্তরালে’ শিরোনামের প্রথম ওয়েব ফিল্ম নিমার্ণ করতে যাচ্ছেন। আর সেখানেই পরীমনির স্বামীর চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা তারেক আনাম খান।


অভিনেতা তারিক আনাম খান ওয়েব ফিল্মটিতে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, চয়নিকার সঙ্গে আগেও কাজ হয়েছে। পান্থ শাহরিয়ার এই ওয়েব ফিল্মের গল্পকার; সেও আমার অনেক দিনের পরিচিত। টিম এবং গল্প ভালো মনে হয়েছে। আশা করছি ভালো কিছুই হবে।



ওয়েব ফিল্মটি প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, খুন অনেক রকম হতে পারে। স্বাভাবিকভাবে আমরা যেটা মনে করি যে খুন মানেই রক্তপাত ও জীবনের শেষ। কিন্তু মনস্তাত্তিক খুনও কিন্তু হয়। যার মাধ্যমে খুন হতে পারে একটি পরিবারে মানুষের সম্পর্ক। এমন একটি চরিত্রের জন্য আমার তারিক আনাম খান ছাড়া আর কারো কথা মাথায় আসেনি।


পরীমনি ও তারিক আনাম খানের বয়সের পার্থক্য এই গল্পে কী সুবিধা দেবে জানতে চাইলে চয়নিকা বলেন, সেটা আসলে দর্শকরা পর্দায় দেখবেন। এটা এখনই বলা ঠিক হবে না। মূলত গল্পের প্রয়োজনেই বয়সের পার্থক্যটা রাখা। আমার কাছে এই চরিত্রের জন্য তারেক আনাম খান উনিই পারফেক্ট। উনাকে ছাড়া আর কাউকে মানাবে না এই চরিত্রে।


কাজী রিটনের প্রযোজনায় ‘অন্তরালে’ শিরোনামের ওয়েব ফিল্মে এক বনেদি পরিবারের বউ অর্পিতা চরিত্রে দেখা যাবে পরীমনিকে। তার স্বামী ব্যবসায়ী। এক সময় তাদের ভালোবাসার গল্পের মধ্যে যুক্ত হয় খুনের রহস্য। মধ্যবিত্ত জীবনে একটি খুনের কারণে অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেই তা উঠে আসবে এখানে।

Post Top Ad

Responsive Ads Here