সময় সংবাদ ডেস্কঃ
চট্টগ্রামে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামিয়া আক্তার ওই এলাকার চাঁদের বাড়ির মো. নাছিরের মেয়ে। সে মানসিক ভারসাম্যহীন ছিল।
তার বাবা মো. নাছির জানান, নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সামিয়া। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, রাতে ওই কিশোরীকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।