সময় সংবাদ ডেস্কঃ
জামালপুরের বকশীগঞ্জে দিনমজুরের ছদ্মবেশে ধর্ষণ মামলার আসামি ধরল পুলিশ। বুধবার বিকেলে নিলক্ষিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানার এসআই আকিকুল নেতৃত্বে পুলিশের একটি দল সুজন মিয়াকে আটক করে। এর আগে বেশ কয়েকটি অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। গত ৩ দিন ধরে পুলিশ সদস্যরা ওই এলাকায় এএসআই আসাদসহ অন্যান্য পুলিশ সদস্যরা দিনমজুর কাজ করার মাধ্যমে ফাঁদ তৈরি করে। অবশেষে বুধবার বিকেলে তাকে আটক করা হয়।
২০১৯ সালের ১৮ নভেম্বর বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়ায় ইসলামী মহাফিল থেকে ৬ষ্ঠ শ্রেণির প্রতিবন্দী এক শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ করে দুর্বৃত্তরা। এদের মধ্যে অন্যতম হোতা হচ্ছেন সুজন মিয়া। দীর্ঘদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন তিনি