তিন নারী-পুরুষের পেটে সাড়ে ৬ হাজার ইয়াবা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ১৯, ২০২১

তিন নারী-পুরুষের পেটে সাড়ে ৬ হাজার ইয়াবা


 



সময় সংবাদ ডেস্কঃ


কুমিল্লার দাউদকান্দিতে পেটে করে ইয়াবা পাচারের অভিযোগে চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের মধ্যে তিনজনের পাকস্থলী থেকে সাড়ে ছয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মো. ওহিদুল শিকদার, মো. আব্দুল বাতেন, মুন্সিগঞ্জের সিরাজদীখান থানার খাসকান্দি মধ্যচড় গ্রামের জোসনা আক্তার, নারায়ণগঞ্জেরর সোনারগাঁও থানার হামসাদী এলাকার হোসনা আক্তার। রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজায় একটি বাস থেকে তাদের আটক করা হয়।


জেলা ডিবি পুলিশের এসআই পরিমল দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি টোলপ্লাজায় একটি বাসে অভিযান চালিয়ে একজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়- তাদের পেটের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ইয়াবা রয়েছে। নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করলে ইয়াবার বিষয়টি নিশ্চিত হয়। পরে তিনজনের পেট থেকে সাড়ে ছয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার আটককৃতদের বিরুদ্ধে মামলা করে আদালতে নিলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Post Top Ad

Responsive Ads Here