সময় সংবাদ ডেস্কঃ
হবিগঞ্জের মাধবপুরে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানপাট দুমড়ে-মুচড়ে দিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে আঘাত করেছে। এতে খুঁটি ভেঙে ঝুলে পড়ে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। এছাড়া উপজেলায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।
সোমবার সকালে ওই উপজেলার শাহজিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার (মাজার গেট) এলাকায় সড়কের পাশে থাকা কয়েকটি দোকান দুমড়ে-মুচড়ে দিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনায় বাসের সামনের অংশ পুরোপুরি ভেঙে গেছে। এ ছাড়া বিদ্যুতের খুঁটি মাঝখানে ভেঙে ঝুলে পড়ে। এ ঘটনায় ছয় ঘণ্টার বেশি সময় উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পুলিশ ও পল্লী বিদ্যুৎ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেছে।

