কোরবানীর পশু ডেলিভারি দিতে যেয়ে ছুরিকাঘাতে মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ১৯, ২০২১

কোরবানীর পশু ডেলিভারি দিতে যেয়ে ছুরিকাঘাতে মৃত্যু


 


সময় সংবাদ ডেস্কঃ


নরসিংদীর শিবপুরে ডাকাতের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম নামে গরুবাহী পিকআপ ভ্যানচালকের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালক মমিনুল ইসলাম। সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

নিহত রাকিবুল পাবনা জেলার ভাঙ্গুরা থানার বেতুয়াইন গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।   


আহত চালক ও স্থানীয়দের বরাতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, অনলাইনে বিক্রি করা দুটি গরু ডেলিভারি দেয়ার জন্য একটি পিকআপ ভ্যান পাবনা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিল। ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় এলাকায় পৌঁছালে ডাকাতরা অপর একটি পিকআপ ভ্যান দিয়ে গরুবাহী পিকআপ ভ্যানটিকে থামায়। এ সময় তিনজনের এক ডাকাত দল পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে নামিয়ে পৃথক স্থানে নিয়ে যায়। পরে চালককে হাত পা বেঁধে ফেলে রেখে গেলেও হেলপার রাকিবুলকে ছুরিকাঘাত করে ফেলে রেখে পিকআপসহ গরু দুটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এতে ঘটনাস্থলেই রাকিবুলের মৃত্যু হয়।


এ ঘটনার পর গরুবাহী পিকআপ ভ্যানচালকের হাত পায়ের বাঁধন খুলে স্থানীয়দের ঘটনা জানান। পরে খবর পেয়ে পুলিশ বেলাব থানার চরবেলাব এলাকার চেকপোস্টে ডাকাতি হওয়া দুটি গরুসহ পিকআপ ভ্যানটি আটক করলেও ডাকাতরা পালিয়ে যায়। এ সময় পিকআপ থেকে ছোরা ও চাপাতি উদ্ধার করে পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here