বিক্ষোভে উত্তাল ভাঙ্গা, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ১৮, ২০২১

বিক্ষোভে উত্তাল ভাঙ্গা, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ



ফরিদপুর প্রতিনিধি :
বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুরের ভাঙ্গা। ইতালী প্রবাসী মাসুদ রানার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে ফরিদপুরের ভাঙ্গায় ঘন্টা খানেক ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে হাজারো এলাকাবাসি। এসময় মহাসড়কের দুইপাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে।  


রবিবার বেলা ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ ও মানববন্ধন চলাকালে বক্তারা মাসুদ হত্যাকারীদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী করেন। এসময় বক্তব্য রাখেন নিহতের মা হালিমা বেগম, মোঃ আসাদুজ্জামান, রাজ্জাক ফকির, নূর মোহম্মদ প্রমূখ।  


উল্লেখ্য নওপাড়া বাসস্ট্যান্ডের রাজুর চা দোকানে গত ১৩ এপ্রিল ইফতারের পর সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ইতালী প্রবাসী মাসুদ রানাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় ঘটনাস্থলে। এ ঘটনায় নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় ইমদাদুল হক বাচ্চুকে প্রধান আসামী করে একটি হত্যা মামল দায়ের করে। মামলার পর থেকে আসামীরা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। উল্টো পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে বলে তারা অভিযোগ করেছে পরিবার।

Post Top Ad

Responsive Ads Here