সময় সংবাদ ডেস্কঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে রোববার ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় থেকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে অপেক্ষা করে চরম বিপাকে পড়েছে চালক ও যাত্রীরা। নির্দিষ্ট সময়ে গন্তব্যে যেতে পারছে না তারা। এদের মধ্যে বেশি সমস্যা পড়েছে নারী ও শিশুরা।
কর্তব্যরত পুলিশ জানান, বৃহস্পতিবার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায়। এতে স্বাভাবিক সময়ের চেয়ে মহাসড়কে কয়েক গুণ বেশি পরিবহন চলাচল করায় ভোর থেকেই মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ আরো বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে বেশ কয়েক দফা বঙ্গবন্ধু সেতু টোল আদায় বন্ধ করে রাখে। এতে ঢাকাগামী লেনে পরিবহন কম থাকলেও উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে আছে। কখনো কখনো কিছু সময়ের জন্য যানবাহন চলাচল করলেও আবার আটকে যাচ্ছে।
তবে মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। মহাসড়কে কর্তব্যরত পুলিশের দাবি দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন হবে।

