বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মৃত্যু ২১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ১৮, ২০২১

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মৃত্যু ২১



সময় সংবাদ ডেস্কঃ


 বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯ জন ও উপসর্গে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত করোনায় নতুন মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৫০৫ জনে।

রোববার বেলা সোয়া ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে করোনা ও করোনা উপসর্গে এই ২১ জনের মৃত্যু হয়। 


ডা. তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬১৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৯৫ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। জেলায় শনাক্তের হার ৩১ দশমিক ১ শতাংশ। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৬ জন।


তিনি আরো বলেন, বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১৩৩ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৩০ জন। এদের মধ্যে শজিমেক হাসপাতালে ২৬২, মোহাম্মদ আলীতে ২৫৭ এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১১১ জন ভর্তি রয়েছেন।  

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি পরীক্ষায় ১০৭ জন, জীন এক্সপার্ট পরীক্ষায় ১৭টি নমুনা পরীক্ষায় ১৩ জন, র‌্যাপিড এন্টিজেন কিট পরীক্ষায় ২৮০টি নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৫৯ জনের। আর টিএমএসএস হাসপালের পিসিআর ল্যাবে ৩৬টি নমুনা পরীক্ষায় ১৬ জন শনাক্ত হন

Post Top Ad

Responsive Ads Here