সময় সংবাদ ডেস্কঃ
কুমিল্লার বুড়িচংয়ের একটি বিল থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বুড়িচং উপজেলার নানুয়ারবাজারের দক্ষিণে ইন্দবতী এলাকার একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
বুড়িচং থানার এসআই বিনোদ দস্তিদার জানান, সকালে গোমতী বাধের সঙ্গে বিলের কিনারায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। যুবকের হাত পা বাঁধা ছিল। গলাকাটা থাকলে শরীর থেকে আলাদা হয়নি। তার আনুমানিক বয়স ২০-২২ হবে। তবে তার পরিচয় মিলেনি।
এসআই আরো জানান, এটি পরিকল্পিত হত্যকাণ্ড। হাত পা বেঁধে রগ ও গলাকেটে তার মৃত্যু নিশ্চিত করে এই বিলে ফেলা হয়েছে। পরিচয় শনাক্তের পর তদন্ত করে হত্যাকাণ্ডের রহস্য বের করা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

