সবচেয়ে ক‌ঠোর লকডাউনেও বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড টোল আদায় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ০২, ২০২১

সবচেয়ে ক‌ঠোর লকডাউনেও বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড টোল আদায়




সময় সংবাদ ডেস্কঃ


 করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান সবচেয়ে ক‌ঠোর লকডাউনেও বঙ্গবন্ধু সেতু দি‌য়ে রেকর্ড সংখ্যক গাড়ি পারাপার ও টোল আদায় হয়েছে। শনিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত দুইদিনে ৮২ হাজার ৭৯৭টি যানবাহন পারাপারে টোল আদায় হ‌য়ে‌ছে ৫ কো‌টি ৩৯ লাখ ১৫ হাজার ৬৭০ টাকা।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।


তিনি জানান, শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম টোলপ্লাজা দি‌য়ে বাস, ট্রাক, ল‌ড়ি, পিকআপ, মাই‌ক্রোবাস, প্রাই‌ভেটকার ও মোটরসাই‌কেল মি‌লি‌য়ে ৮২ হাজার ৭৯৭টি যানবাহন পারাপার হ‌য়ে‌ছে। এ‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৫ কো‌টি ৩৯ লাখ ১৫ হাজার ৬৭০ টাকা।


এর ম‌ধ্যে রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সেতুপূর্ব টোলপ্লাজায় ২০ হাজার ৫৯৬টি প‌রিবহ‌নের বিপরী‌তে টোল আদায় হয়েছে ১ কো‌টি ৫৪ লাখ ১১ হাজার ৭২০ টাকা আর যতুর প‌শ্চিম টোলপ্লাজায় ১৭ হাজার ৩৪৪টি প‌রিবহ‌নের বিপরী‌তে আদায় হয়েছে ১ কো‌টি ২৪ লাখ ৪১ হাজার ৫৯০ টাকা।


পরিসংখ্যান অনুযায়ী, ঢাকামুখী যানবাহ‌নের চে‌য়ে উত্তর ও প‌শ্চিমাঞ্চ‌লমুখী যানবাহন বেশি সেতু পার হ‌য়ে‌ছে।

Post Top Ad

Responsive Ads Here