সময় সংবাদ ডেস্কঃ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান সবচেয়ে কঠোর লকডাউনেও বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক গাড়ি পারাপার ও টোল আদায় হয়েছে। শনিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত দুইদিনে ৮২ হাজার ৭৯৭টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৫ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ৬৭০ টাকা।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।
তিনি জানান, শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম টোলপ্লাজা দিয়ে বাস, ট্রাক, লড়ি, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল মিলিয়ে ৮২ হাজার ৭৯৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৫ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ৬৭০ টাকা।
এর মধ্যে রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সেতুপূর্ব টোলপ্লাজায় ২০ হাজার ৫৯৬টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৭২০ টাকা আর যতুর পশ্চিম টোলপ্লাজায় ১৭ হাজার ৩৪৪টি পরিবহনের বিপরীতে আদায় হয়েছে ১ কোটি ২৪ লাখ ৪১ হাজার ৫৯০ টাকা।
পরিসংখ্যান অনুযায়ী, ঢাকামুখী যানবাহনের চেয়ে উত্তর ও পশ্চিমাঞ্চলমুখী যানবাহন বেশি সেতু পার হয়েছে।

