ভূয়া ডোপ টেস্ট ফলাফল বিক্রি,যুবক গ্ৰেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১০, ২০২১

ভূয়া ডোপ টেস্ট ফলাফল বিক্রি,যুবক গ্ৰেফতার




জেলা প্রতিনিধিঃ



  বগুড়ায় ভুয়া ‘ডোপ টেস্ট’-এর ফলাফল বিক্রি করার অভিযোগে রাসেল মাহমুদ নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে শহরের সরকারি আজিজুল হক কলেজ (কামারগাড়ী) এলাকা থেকে তাকে আটক করা হয়।


রাসেল কামারগাড়ী এলাকার একটি কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট দোকনের মালিক এবং আজিজুল হক কলেজের মাস্টার্সের পরীক্ষার্থী। তাকে নিজ প্রতিষ্ঠান থেকেই আটক করা হয়।


এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন।

তিনি বলেন, সরকারি আজিজুল হক কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীরা মাদক গ্রহণ করে কি’না তা নিশ্চিত হতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়। এ সুযোগকে কজে লাগিয়ে কামাড়গাড়িতে কিছু কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট দোকানদার বিভিন্ন হাসপাতালের নাম ব্যবহার করে ডোপ টেস্টের ভুয়া ফলাফল বিক্রি করা শুরু করে। প্রতি রিপোর্ট ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করা হয়। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়।


র‌্যাব কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, রাসেলকে আটকের সময় তার দোকান থেকে কিছু ডোপ টেস্টের ভুয়া ফলাফল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


প্রসঙ্গত, গত ২ জুন ঢাকায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়। এর পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর গত ২৯ আগস্ট দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের প্রধান ও মাঠপর্যায়ে শিক্ষা কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়।


বগুড়া সরকারি আজিজুল হক কলেজ কর্তৃপক্ষ চিঠি পেয়ে অনার্সে ভর্তিচ্ছুদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে। এ কলেজে প্রায় সাড়ে চার হাজার ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ভতিচ্ছুক শিক্ষার্থীরা ডোপ টেস্ট করতে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ছুটছেন। এতে দরিদ্র অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here