রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১৭, ২০২১

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু


 



জেলা প্রতিনিধিঃ



রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৪ নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। নতুন ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।


রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহীর দুইজন এবং করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর একজন, নাটোরের একজন ও নওগাঁর একজন মারা গেছেন।


তিনি আরও জানান, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১২২ জন। একদিনে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।


এর আগে বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে ৪০০ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৫ দশমিক ৫ শতাংশ।

Post Top Ad

Responsive Ads Here