সময় সংবাদ ডেস্কঃ
টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলের ছয়জন ক্রিকেটারই বাংলাদেশের হয়ে এবারই প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন।
দলে সুযোগ পেয়েছেন মাত্র ৬টি টি-২০ ম্যাচ খেলা শামীম পাটোয়ারি। তবে আগ্রাসী ব্যাটিং মনোভাবেই কারণেই মূলত তাকে দলে রাখা হয়েছে বলে জানা যায়।
বিশ্বকাপে প্রথমবার সুযোগ পাওয়া ছয়জন ক্রিকেটার হলেন- আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শামীম পাটোয়ারি এবং নাসুম আহমেদ।
এদিকে চলমান নিউজিল্যান্ড সিরিজের দলের সদস্যের মধ্যে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত।
১৫ সদস্যের বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদি ও মুস্তাফিজুর রহমান।
স্ট্যান্ডবাই: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব