হাইতির প্রেসিডেণ্ট হত্যায় প্রধানমন্ত্রীর জড়িত থাকার অভিযোগ,দেশ ত্যাগে নিষেধাজ্ঞা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১৫, ২০২১

হাইতির প্রেসিডেণ্ট হত্যায় প্রধানমন্ত্রীর জড়িত থাকার অভিযোগ,দেশ ত্যাগে নিষেধাজ্ঞা


 


আন্তর্জাতিক ডেস্কঃ



হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস গত ৭ জুলাই আততায়ীদের হাতে নিহত হন। এবার এই হত্যায় জড়িত থাকার অভিযোগ উঠলো দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির বিরুদ্ধে। এমন দাবি করেছেন দেশটির চিফ প্রসিকিউটর বেড-ফোর্ড ক্লড। খবর আল জাজিরা।



মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টকে হত্যার দিন প্রধান সন্দেহভাজনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন হেনরি- এমন তথ্য উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর। এর ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করতে বিচারকের কাছে আর্জি জানিয়েছে তিনি।


বেড-ফোর্ড ক্লড দাবি করেন, হেনরির বিরুদ্ধে মামলা করার জন্য এবং সরাসরি অভিযোগের জন্য যথেষ্ট উপাদান রয়েছ। ' তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির। এদিকে, বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে হেনরির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here