চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এককভাবেই নিলামে অংশ নিয়েছে বিসিবি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২১, ২০২১

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এককভাবেই নিলামে অংশ নিয়েছে বিসিবি


 


সময় সংবাদ ডেস্কঃ



ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন এফটিপিতে বেশ কয়েকটি বৈশ্বিক আসর আছে। এর মাঝে আছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। জমজমাট এই টুর্নামেন্টের আগামী আসরের আয়োজক হওয়ার জন্য এককভাবে নিলামে অংশ নিয়েছে বাংলাদেশ। এছাড়া দুই ফরম্যাটের দুই বিশ্বকাপের জন্যও বিড করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করতে হলে যতগুলো ভেন্যু আবশ্যক, তা বাংলাদেশে আছে। এ কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এককভাবেই নিলামে অংশ নিয়েছে বিসিবি। 


এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিডে আমরা আলাদাভাবে অংশগ্রহণ করেছি। এজন্য যে কয়টি স্টেডিয়াম দরকার তা আমাদের আছে।’


এছাড়া আগামী এফটিপিতে দুটি ওয়ানডে ও চারটি টি-২০ বিশ্বকাপ আছে। এককভাবে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে যে শর্ত আছে, তা পূরণ করা বাংলাদেশের জন্য একটু কঠিন। তাই যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হতে চায় বিসিবি। সেই লক্ষ্যে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলংকা এবং টি-২০ বিশ্বকাপে শ্রীলংকার সঙ্গে মিলে বিড করেছে ক্রিকেট বোর্ড।


পাপন বলেন, ‘টি-২০ বিশ্বকাপের জন্য শ্রীলংকার সঙ্গে যৌথভাবে বিড করেছি। এককভাবে আয়োজনের জন্য যে পরিমাণ স্টেডিয়াম দরকার তা আমাদের নেই। তাই দুইটি দেশ মিলে করতে হবে। ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ, শ্রীলংকা আর পাকিস্তান মিলে বিড করেছি।’


শেষ পর্যন্ত আগামী এফটিপিতে বাংলাদেশ আইসিসির কয়টি ইভেন্টের স্বাগতিক হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। তবে বর্তমানে পরিপ্রেক্ষিতে আশায় বুক বাঁধতেই পারেন ক্রিকেট ভক্তরা। 

Post Top Ad

Responsive Ads Here