সিলেটের দুই উপজেলায় রাতভর ডাকাত আতঙ্কে ছিলেন মানুষ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২১, ২০২১

সিলেটের দুই উপজেলায় রাতভর ডাকাত আতঙ্কে ছিলেন মানুষ


 



জেলা প্রতিনিধিঃ



সিলেটের দুই উপজেলায় রাতভর ডাকাত আতঙ্কে ছিলেন মানুষ। ডাকাত দলের উপস্থিতির ব্যাপারে সর্তক অবস্থানে ছিল পুলিশ। বিভিন্ন এলাকায় মাইকিং করে মানুষকে সতর্ক করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে সোমবার ওই দুই উপজেলার কোথাও ডাকাতির ঘটনা ঘটেনি। 


স্থানীয় সূত্র জানায়, গতকাল গভীর রাতে পুলিশের তাড়া খেয়ে গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরে ডাকাত দল অবস্থান করছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এ সময় গোলাপগঞ্জের চন্দরপুর, আছিরগঞ্জ, বহরগ্রামসহ আশপাশের গ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে নির্ঘুম রাত কাটায় বলে জানা গেছে। অনেক গ্রামের লোকজন পাহারা বসায়। রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ডাকাত দলের খবর ছড়িয়ে পড়ে। অনেকেই ফেসবুকে সতর্কতামূলক পোস্ট দেন।


বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সড়কে মাইক্রোবাস ভর্তি ডাকাত দল প্রবেশ করছে এমন গোয়েন্দা তথ্য ছিল। এর জের ধরে স্থানীয় ব্যক্তিদের সতর্ক করা হয়েছে। তবে উপজেলার কোথাও কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। পুলিশ বেশ সতর্ক অবস্থানে ছিল। 



গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, গোয়েন্দা খবরের পরিপ্রেক্ষিতে এলাকায় অতিরিক্ত টহলের পাশাপাশি পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। তাদের মধ্যে গোলাপগঞ্জ উপজেলায় মাইকিং করে পুলিশ সতর্কও করেছে। তবে কোথাও ডাকাতির ঘটনা ঘটেনি।

Post Top Ad

Responsive Ads Here