২৩ মেট্রিকটন ইলিশ বেনাপোল দিয়ে ভারতে গেলো - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২২, ২০২১

২৩ মেট্রিকটন ইলিশ বেনাপোল দিয়ে ভারতে গেলো


  


সময় সংবাদ ডেস্কঃ



দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ২৩ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানি হয়েছে। বেনাপোল মৎস্য অধিদফতরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মাছগুলোর নমুনা পরীক্ষা করে এগুলো রফতানির অনুমতি দেন।

বুধবার বিকেল সাড়ে ৩টায় ৫টি ট্রাকে করে মাছগুলো বেনাপোল বন্দরে পৌঁছায়। রফতানিকারক প্রতিষ্ঠান খুলনার সাউদার্ন ফুড লি. ১৩ মে. টন ও ঢাকার ইউনিয়ন ভেন্টার লি. ১০ মে. টন ইলিশ রফতানি করে। এগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান হলো ভারতের কলকাতার প্রতিষ্ঠান জে কে ইন্টারন্যাশনাল ও সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ।


১ থেকে দেড় কেজি ওজনের ইলিশগুলোর রফতানি মূল্য এক কেজি পর্যন্ত প্রতি কেজি ৬ মার্কিন ডলার ও এক থেকে দেড় কেজি ওজনের ইলিশের মূল্য প্রতি কেজি ১০ মার্কিন ডলার।


ভারতে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রফতানির জন্য দেশের ৫২টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার। প্রতিটি প্রতিষ্ঠান ৪০ টন করে ইলিশ রফতানি করতে পারবে। ইলিশ রফতানির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

বেনাপোল মৎস্য অফিসের ইন্সপেক্টর আসওয়াদুল বলেন, আজ দুটি রফতানিকারক প্রতিষ্ঠানের মোট ২১ হাজার ১৫০ কেজি মাছ রফতানি হয়েছে। বাকি মাছ আগামী ১০ অক্টোবরের মধ্যে ভারতে পাঠানো হবে। 

Post Top Ad

Responsive Ads Here