বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী গ্রামের মৃত হিরু মিনার ছেলে ও পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রছাত্রী সংসদের জিএস এর দায়িত্ব পালন করেছেন।
মুকুল মিনার ছোট ভাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিনা জানান, বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের একটি মিটিংয়ে যোগদানের জন্য যাওয়ার পথে শারিরীক অসুস্থতা বোধ করলে তাকে দ্রæত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। কর্তব্যরত ডা. জ্ঞানব্রত শুভ্র মুকুল মিনার হৃদরোগের উপসর্গ দেখে তাকে তাৎক্ষণিক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। পরিবারের লোকজন তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে দুপুর দেড়টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তাঁর অকাল মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. লিয়াকত শিকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাক, উপজেলা আ’লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আ’লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু,জেলা যুবলীগের সদস্য ও বোয়ালমারী উপজেলা যুবলীগের আহবায়ক, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাড. কোরবান আলী প্রমুখ।