![]() |
বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু |
আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী:
ফরিদপুরের বোয়ালমারীতে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাবুর্চির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই বাবুর্চির নাম চান মিয়া (২৫)। তিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের কালাই শেখের ছেলে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনি এক বাড়িতে বাবুর্চি হিসেবে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
বোয়ালমারী পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডেন্টিস্ট কাজী সেলিমুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় চান মিয়া বাবুর্চি হিসেবে পৌরসভার ৭নং ওয়ার্ডের মাজেদ মোল্যার বাড়িতে রান্না করতে যান। পরদিন মাজেদ মোল্যার দোকানে হালখাতার অনুষ্ঠান ছিল। রান্নার স্থানের একটি বাল্ব তারসহ সুবিধাজনক স্থানে স্থানান্তর করতে গিয়ে চান মিয়া বিদ্যুতায়িত হন। সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তারিকুল ইসলাম বলেন, বিদ্যুতায়িত চান মিয়াকে যখন হাসপাতালে আনা হয়েছে তখন আমরা তাকে মৃত হিসেবে পেয়েছি।