৩০৭ ডেঙ্গু রোগী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১৫, ২০২১

৩০৭ ডেঙ্গু রোগী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি


 


নিজস্ব প্রতিবেদকঃ



ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে আরো ৩০৭ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট হাসপাতালে ভর্তি হলেন ১৪ হাজার ৮৩১ জন। একই সময়ে ডেঙ্গুতে ৫৭ জনের মৃত্যু হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে এসব তথ্য জানানো হয়েছে।


অধিদফতার জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩০৭ জনের মধ্যে ৬৩ জন ঢাকার বাইরে এবং বাকি ২৪৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ২৯১ জন ডেঙ্গু রোগী। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৯২ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ১৯৯ জন রোগী ভর্তি রয়েছেন। 


চলতি মাসে এ পর্যন্ত মোট চার হাজার ৪৭৫ জনের ডেঙ্গু শনাক্ত হলো। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here